আমি কিংবদন্তির কথা বলছি
‘আমি কিংবদন্তির কথা বলছি’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-
i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য
ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকতা
iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী
নিচের কোনটি সঠিক?
•আবু জাফর ওবায়দুল্লাহর "আমি কিংবদন্তির কথা বলছি" কবিতায় বাঙালির হাজার বছরের ইতিহাস, শোষণ-বঞ্চনার ইতিকথা, এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার কথা প্রকাশ পেয়েছে।কবিতায় বাঙালির দীর্ঘকালীন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরবময় দিক তুলে ধরা হয়েছে।এতে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং তা থেকে মুক্তির আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে।এই কবিতার প্রধান সুরই হলো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বাঙালির চিরকালীন প্রতিবাদী মনোভাব।
কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো-
i. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান
ii. মায়ের কোলে শুয়ে গল্প শোনা
iii. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা
নিচের কোনটি সঠিক?
বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে
খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি,
লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত
অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি,
বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি
'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'
“আমি কিংবদন্তি কথা বলছি” কবিতায়
যে কবিতা শুনতে জানে না?