প্রত্যাবর্তনের লজ্জা
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে
চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
উদ্দীপকের ভাবার্থ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
সিয়াম পড়াশোনা শেষ করেছে। জীবিকার তাগিদে শহরে পাড়ি জমাতে চায়। কিন্তু শহুরে জীবন তার পছন্দ নয়। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় গ্রামের সেই নৈসর্গিক রূপ, তার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান- এসব দেখে তার মন কাঁদে। কিছু দূর গিয়েও সে আবার মায়ের কোলেই ফিরে আসে।
উদ্দীপকের 'মায়ের কোল' বলতে বোঝানো হয়েছে-
i. কবির মা
ii. প্রকৃতির প্রতিমূর্তি
iii. কোনো দেবী
নিচের কোনটি সঠিক?
'উৎকণ্ঠিত' শব্দটির অর্থ কী?
মন ছুটেছে মায়ের পানে
মাটির সোঁদা গন্ধ মেখে
ফিরবো আবার প্রাণে মনে।
সকালের সোনারোদ উঠবে হেসে সব ঘরে
গোধূলির রাঙা প্রলেপ মেখে ফিরবে পাখি নীড়ে।
কবিতাংশে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রতিফলিত ভাব হলো-
i. শেকড়ের কাছে ফেরা
ii. প্রকৃতির প্রতি মুগ্ধতা
iii. স্বদেশ ভাবনা
নিচের কোনটি সঠিক?
জীবিকার সন্ধানে প্রতিবছর প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসে। দিনদিন, শহরমুখী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। জীবনযাত্রার মানোন্নয়ন ও আত্মকেন্দ্রিক ভাবনা মানুষকে শহরমুখী করার অন্যতম কারণ।
উদ্দীপকের শহরমুখী মানুষের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার যে চরিত্রের সাদৃশ্য রয়েছে-
i. কবি
ii. কবির সহযাত্রী
iii. কবির বাবা-মা
নিচের কোনটি সঠিক?