ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
সুপ্তিকাল কী?
ক্রসিং ওভার কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আমেনার কোন অণুজীব টি দ্বারা সংক্রমিত হয়েছে? নাম উল্লেখ পূর্বক ব্যাখ্যা কর।
আমেনা কীভাবে উদ্দীপকে উল্লেখিত রোগটি প্রতিকার ও নিয়ন্ত্রণ করতে পারে? বিশ্লেষণ কর।
ম্যালেরিয়া পরজীবী গুলোর সুপ্তিকাল কত?
প্লাজমোডিয়ামের হ্যাপ্লয়েড অবস্থায় প্রথম কোষ কোথায় সৃষ্টি হয়?
জীববিজ্ঞানের ক্লাসে মোমেন স্যার ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের চিত্র অংকন করলেন। তিনি বললেন, জীবনচক্রের একটি দশায় হিমোজয়েন তৈরি হয় ।