বাক্য প্রকরণ
আরো কথা আছে- বাক্যটির নেতিবাচক সঠিক রূপ কোনটি?
অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে নিচের সূত্রগুলো মেনে চলতে হবে। ⇒ মূল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হয়। ⇒ বাক্যে 'না' 'নয়', 'নহে,' নি,' 'নেই,' 'নাহি,' নাই ইত্যাদি নঞর্থক শব্দকে নেতিবাচক বাক্যে রুপান্তর করা হয়। ⇒ প্রয়োজন মত বাক্যের অন্য শব্দকে 'না' সূচক বাক্যে প্রয়োগ করতে হয় । ⇒ 'না'- বাচক ক্রিয়া ও 'না'- বাচক শব্দ মিলে বাক্যের অস্তিবাচক ভাবটি বজায় রাখতে হয়।
অস্তিবাচক | নেতিবাচক |
|---|---|
আরো কথা আছে | আরো না বলা কথা আছে |
সৌদামিনী খ্রিষ্টান হয়ে গেল | সৌদামিনী খ্রিষ্টান না হয়ে পারল না |
আপনি আমায় অবিশ্বাস করছেন | আপনি আমায় বিশ্বাস করেছেন না। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই