ছত্রাকঘটিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার

আলুক্ষেতে কিছু আলুগাছের পাতা হলুদাভ হল। সেগুলো মরে গিয়ে বাদামি রং ধারণ করে। উগ্র গন্ধ সৃষ্টি করলো। স্থানীয় কৃষি কর্মকর্তা বললেন, এগুলো একটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে।

উদ্দীপকের ছত্রাকটি দমন করা যায়- 

  1. আলু রোদে শুকিয়ে
  2. ফানজিসাইড করে 
  3. রোগমুক্ত বীজ আলু ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

আজিবুর স্যার

ছত্রাক দমনের উপায় নিম্নরুপ:

আলু চাষের জন্য সুস্থ ও জীবাণু মুক্ত বীজ ব্যবহার করতে হবে। অবশ্যই রোগমুক্ত এলাকা থেকে আলু বীজ সংগ্রহ করতে হবে। কোল্ডস্টোরেজ-এ রাখা বীজ ব্যবহার অপেক্ষাকৃত উত্তম। মনে রাখতে হবে রোগাক্রান্ত বীজ থেকেই রোগের প্রাথমিক আক্রমণ ঘটে।

জমি থেকে আলু ফসল উঠানোর পর সব পরিত্যক্ত আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে।

একই জমিতে প্রতি বছর আলু চাষ না করে ১/২ বছর পর পর চাষ করলে রোগের বিস্তার কম হতে পারে।

প্রতিকার/রোগ নিয়ন্ত্রণ :

রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রথমেই ১% বোর্দোমিশ্রণ (Bordeux mixture : কপার সালফেট, লাইম ও পানি) ছিটিয়ে বা কপার-লাইম ডাস্ট প্রয়োগ করে রোগের বিস্তার রোধ করা

যায়।

ছত্রাকঘটিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার টপিকের ওপরে পরীক্ষা দাও