ছত্রাকঘটিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার

আলুর বিলম্বিত ধ্বসা রোগটি দেখা যায় আলু গাছের-

  1. পাতায়   

  2. টিউবারে   

  3. কান্ডে

নিচের কোনটি সঠিক? 

আজিবুর স্যার

Phytophthora infestans নামক ছত্রাকের আক্রমণে আলুর বিলম্বিত ধ্বসা রোগ সৃষ্টি হয়। এরা পোষক দেহের  আন্তঃকোষীয় ফাকে অবস্থান করে এবং হস্টোরিয়া নামের বিশেষ হাইফার মাধ্যমে পোষকে বংশবিস্তার ঘটে।আবহাওয়া মেঘলা ও আর্দ্র থাকলে ছত্রাকটি দ্রুত বিস্তার লাভ করে এবং পুরো পাতা, এমনকি কাণ্ডও আক্রান্ত হয়।

ছত্রাকঘটিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

আলুক্ষেতে কিছু আলুগাছের পাতা হলুদাভ হল। সেগুলো মরে গিয়ে বাদামি রং ধারণ করে। উগ্র গন্ধ সৃষ্টি করলো। স্থানীয় কৃষি কর্মকর্তা বললেন, এগুলো একটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে।

উদ্দীপকের ছত্রাকটি দমন করা যায়- 

  1. আলু রোদে শুকিয়ে
  2. ফানজিসাইড করে 
  3. রোগমুক্ত বীজ আলু ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

২০১০ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে গোলআলুর কাণ্ড ও পাতা একটি বিশেষ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপর একটি ছত্রাক দ্বারা ঘনবসতিপূর্ণ এলাকার ছোট ছেলেমেয়েরা বেশি আক্রান্ত হয়।

আলুর বিলম্বিত ধ্বংসা রোগের জন্য কোনটি ব্যবহৃত হয়?

নিচের কোনটি গোলআলুর বিলম্বিত ধ্বংসা রোগের প্যাথজেন?