আলোক তড়িত ক্রিয়া
আলোক তড়িৎ ক্রিয়ায় কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে তীব্রতা পরিবর্তন করলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় । তীব্রতা প্রবাহের লেখচিত্র নিচের কোনটি?
আলোক তড়িৎ ক্রিয়া পরিক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর 0.714 × 1015 Hz কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃতি বিভব 0.65 V. আবার 3.1 × 102 m তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 V।
চিত্রে একটি আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা দেখানো হয়েছে।
প্রাথমিক অবস্থায় অ্যামিটার কোনো পাঠ পাওয়া গেল না। অ্যামিটারে পাঠ পেতে কী করতে হবে?
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয় ।
A এবং B দুটি ধাতুর কার্য অপেক্ষক যথাক্রমে 4.2 eV এবং 1.9 eV । যদি 3500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো এদের ওপর ফেলা হয় তাহলে কোনটি থেকে ইলেকট্রন নির্গত হবে?