তড়িতচুম্বকীয় তরঙ্গ ও বর্নালী
আলোর কোন ধর্ম তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না?
তরঙ্গ তত্ত্ব অনুসারে, আলো একটি তরঙ্গ যা মাধ্যমের কণার কম্পন এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিফলন পোলারায়ন এবং সরল পথে গমন এই সমস্ত ঘটনা তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। তবে আলোক তড়িৎ ক্রিয়া একটি কোয়ান্টাম ঘটনা যা তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হল-
i. তরঙ্গমুখে প্রতিটি কণার দশা অভিন্ন
ii. এক তরঙ্গদৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখ সমদশায় থাকে
iii. তরঙ্গমুখের অভিলম্ব বরাবর তরঙ্গ সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
এর একক নিম্নের কোনটির এককের সমান?
মিটার স্কেল এ লাল ও বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত?
কোন সেট সম্পূর্ণ তড়িৎ চৌম্বকীয় বিকিরন ভূত নয়?