ব্যাতিচার ও সমবর্তন
আলোর ব্যতিচারের শর্ত-
ব্যাতিচারের শর্ত:
1. আলোর উৎস দুটি সুসংগত হতে হবে।
2. যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে।
3. উৎস গুলো খুব কাছাকাছি হতে হবে।
4. উৎস গুলো খুব সূক্ষ্ম হতে হবে।
নিচের কোনটির কারণে আলোক তরঙ্গ পোলারায়িত বা সমবর্তিত করা যায়?
চিত্রে বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হলে ও উৎস থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য হবে-
একজন ছাত্র 100 cm ফোকাস দূরত্বের একটি লেন্স দিয়ে 0.01 cm দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। পরে সে একটি নলের এক প্রান্তে এই লেন্স ও অন্য প্রান্তে 4 cm ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করল।
সুসংগত আলোর উৎসের ক্ষেত্রে-
i. উৎস দুটি ক্ষুদ্র হবে
ii. উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে
iii. উৎস দুটি পরস্পর থেকে স্বল্প দূরত্বে হতে হবে
নিচের কোনটি সঠিক?