বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
আল্ট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে যে যুক্তিগুলো সঠিক-
মূত্র তৈরীর ১ম ধাপ
ইউরিয়া প্লাজমায় অবস্থান করে
রক্ত অতি উচ্চচাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক ?
অতিসূক্ষ্ম পরিস্রাবণ বা আল্ট্রাফিক্ট্রেশন (Ultrafiltration): মূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে রক্তের অতিসূক্ষ্ম পরিস্রাবণ । নেফ্রনের রেনাল করপাসলে এ পদ্ধতি সংঘটিত হয় । এ প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি এবং অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চচাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। সাধারণত অ্যাফারেন্ট আর্টারিওলের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় গ্লোমেরুলাসে রক্তের উচ্চচাপ সৃষ্টি হয় । এ হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড প্রভৃতি কৈশিকজালিকার এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেস-এ জমা হয় । এ পরিদ্রুত তরলকে গ্লোমেরুলার ফিলট্রেট (glomerular filtrate) বা প্রাথমিক মূত্র বলে । মানবদেহের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 ml রক্ত প্রবাহিত হয় । এ রক্ত থেকে প্রায় 125 ml গ্লোমেরুলার ফিলট্রেট (পরিসুত) উৎপন্ন হয়ে বোম্যানস ক্যাপসুল-এ জমা হয় । অন্যদিকে পরিদ্রুত রক্ত পরে ইফারেন্ট আর্টারিওলে প্রবেশ করে । যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্যবস্তু পরিশ্রুত হয়, তাকে বলে কার্যকর পরিস্রাবণ চাপ (effective filtration pressure) । পরিস্রাবণ প্রক্রিয়াটি চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় বলে একে আল্ট্রাফিক্ট্রেশন বলা হয় । হিসেবে দেখা গেছে, কার্যকর পরিস্রাবণ চাপ ২৫ mmHg । এ চাপের প্রভাবে প্রতি মিনিটে প্রায় ১২৫ ml রক্তরস গ্লোমেরুলাস থেকে পরিসুত হয় । তবে এ হার পরিস্রাবণ চাপের সঙ্গে সম্পর্ক যুক্ত ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?

শ্রেণিশিক্ষক বোর্ডে শিমবীজের ন্যায় একটি চিত্র অংকন করে বললেন
যে, অঙ্গটির উল্লেখযোগ্য দু'টি কাজ হলো—
⇒ মানবদেহের মূত্র তৈরিতে ভূমিকা রাখে।
⇒ মানবদেহের পানিসাম্যতা নিয়ন্ত্রণ করে ।