এনকোডার,ডিকোডার ও রেজিস্টার

ইনপুটকৃত পালসের সংখ্যা কিসের সাহায্যে গণনা করা যায়?

কাউন্টার (Counter) শব্দটি Count হতে এসেছে, যার অর্থ গণনা করা। কাউন্টার এমন একটি সিকুয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেয়া পাল্সের সংখ্যা গণনা করতে পারে। কোনো একটি কাউন্টারের গণনার পরিধি কত হবে তা নির্ভর করে তার ডিজাইনের উপর। যদি কোনো একটি বাইনারি কাউন্টারের বিট সংখ্যা হয় তবে তা n সংখ্যক ফ্লিপ-ফ্লপ এবং সংশ্লিষ্ট লজিক গেইট দ্বারা গঠিত হবে যা 2^n বিট অর্থাৎ ০ হতে (2^n -1) সংখ্যক সংখ্যা গণনা করতে পারবে।

এনকোডার,ডিকোডার ও রেজিস্টার টপিকের ওপরে পরীক্ষা দাও