পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-
হৃৎপেশীর সারকোপ্লাজমে সমান্তরাল সজ্জিত মায়োফাইব্রিল পেশিকোষগুলো শাখাতন্তু দ্বারা পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকাকার গঠন তৈরি করে। দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিষ্টিত হয়ে অনুপ্রস্থভাবে পুরু চাকতির মতো গঠন করে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। এটি শনাক্তকারী বৈশিষ্ট।