ইয়াং এর পরীক্ষা
ইয়ং-এর দ্বি চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব, d = 2 mm। চির থেকে পর্দার দূরত্ব, D = 10⁴ mm। ডোরার প্রস্থ x = 0.3mm।
D-কে যথেচ্ছ বৃদ্ধি করা সম্ভব নয় কারণ -
সুতারং, D কে বৃদ্ধি করলে, হ্রাস পাবে অর্থ্যাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। তাই ফ্রিঞ্জ এর উজ্জ্বলতা হ্রাস পাবে।
ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় বেগুনি ( λ = 4000 A°) এবং লাল ( λ = 8000 A°) বর্ণের আলোর জন্য ব্যতিচার ঝালর প্রস্থের অনুপাত হলো-
দুটি সরু চিড় পরস্পর হতে 4 mm দূরে অবস্থিত। এ ব্যবস্থাকে 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক দ্বারা আলোকিত করা হলে 0.8 m দূরে অবস্থিত পর্দায় উজ্জ্বল ও অন্ধকার ডোরার সৃষ্টি হলো।
কেন্দ্রীয় চরম থেকে 0.047 cm দূরে কত ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যায়?
চিত্রে ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষার ব্যবস্থা দেখানো হয়েছে। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5500Å, চিড়দ্বয়ের প্রস্থ 0.1 mm এবং মধ্যবর্তী দূরত্ব 0.5 mm। পানির প্রতিসরাঙ্ক 1.33 এবং পানিতে আলোর দ্রুতি 1450 ।
দ্বি-চির পরীক্ষণটিতে 5890 আলোক রশ্মি ব্যবহার করা হলো।