১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
উদাহরণসহ আদ্য 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অকৃত্রিম, ক্ষীয়মাণ, আহ্বান, নক্ষত্র, সম্মান, ঐতিহ্য, অতঃপর, ব্যতিক্রম।
(ক) উত্তরঃ
আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়মঃ
১। শব্দের আদ্য অ-এর পরে (য)- ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ- এর উচ্চারণ প্রায়শ ও- কারের মতো হয়। যেমন:- কন্যা (কোননা) বন্যা (বোননা) ইত্যাদি।
২। শব্দের গোড়ায় র-ফলা যুক্ত ব্যঞ্জনের অ-ধ্বনি ও-বৎ হয়। যেমন: ক্রম(ক্রোম) গ্রন্থ (গ্রোন্ থো)
৩। শব্দের আদ্য অ-এর পর ক্ষ, জ্ঞ, থাকলে, সে অ- এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়ে থাকে। যেমন:- যক্ষ (জোকখো), লক্ষ (লোকখো)।
৪। মৌলিক শব্দের আদ্য অ-এর পর ক্ষ বা জ্ঞ থাকলে অ-এর উচ্চারণ ও-বৎ হয়। যেমন: দক্ষ (দোখ্ খো), লক্ষ (লোক্ খো)
৫। শব্দের আদিতে যদি ‘অ’ থাকে এবং তারপরে ই-কার, উ-কার থাকে তবে সে-অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়। যেমন:- অভিযান ( ওভিজান), অতি (ওতি)।
শব্দের প্রথমে অ যুক্ত র- ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য অ-এর উচ্চারণ সাধারণত ও-কার হয়ে থাকে। যেমন:- গ্রন্থ (গোনথো) ব্রত (ব্রাতো) ইত্যাদি।
শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর ঋ-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সে-অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়। যেমন:- বক্তৃতা (বোকতৃতা), যকৃৎ (জোকৃত) ইত্যাদি।
(খ) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
|---|---|
অকৃত্রিম | অকৃত্ ত্রিম্ |
ক্ষীয়মাণ | খিয়োমান্ |
আহ্বান | আওভান্ |
নক্ষত্র | নোক্ খোত্ ত্রো |
সম্মান | শম্ মান্ |
ঐতিহ্য | ওইতিজ্ ঝো |
অতঃপর | অতোপ্ পর |
ব্যতিক্রম | বেতিক্ ক্রোম্ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) ম-ফলা উচ্চারণের- যে কোন পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অহরহ, ইতোমধ্যে, উহ্য, ঐক্য, গ্রীষ্ম, দক্ষ, প্রথম, শ্রবণ।
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? ম-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
কঠিন, প্রবন্ধ, আবৃত্তি, মানুষ, ছাত্রজীবন, সৌরজগৎ, ধর্ম, প্রায়শ্চিত।
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহ্লাদি, পুনঃপুন, মনোমালিন্য, অদ্য, জনশ্রুতি, জিহ্বা, ঐক্য, উদ্যোগ।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।