মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স সূত্রাবলী ব্যাখ্যা ও ক্রোমোজোম তত্ত্ব
উদ্দিপকের ঘটনাটিকে জিনতত্ত্বে কী বলে?
সমগ্রকটতা (Co-dominance)ঃ
সংকর জীবে অনেক সময় দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমভাবে প্রকাশিত হয়, জিনের এ ধরনের স্বভাবকে
সমপ্রকটতা বলা হয়। সমপ্রকটতার কারণে মেন্ডেলের ৩ : ১ অনুপাত পরিবর্তিত হয়ে ১:২:১ হয়।
গো-মহিষদের ক্ষেত্রে সমপ্রকটতার ঘটনা দেখা যায়। সাদা বর্ণের ষাঁড়ের সাথে লাল বর্ণের গাভীর ক্রস করালে F1
জনুতে রোয়ান (roan) বর্ণের বাছুর উৎপন্ন হয়। রোয়ান বর্ণের মধ্যে লাল সাদা লোমের মিশ্রণ দেখা যায়। F1 জনুর
রোয়ান বর্ণের ষাঁড় ও গাভীর মধ্যে ক্রস করালে F2 জনুতে লাল, রোয়ান ও সাদার অনুপাত দাঁড়ায় ১ : ২:১।