পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার

উদ্দিপকের পেশির বৈশিষ্ট্য হলো-
i.ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে
ii. নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রের দিকে থাকে
iii.মায়োফাইব্রিল পরস্পরের সাথে মিলে নেট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
অনৈচ্ছিক গঠনের দিক থেকে এটি অনেকটা রৈখিক পেশির মতো। পেশিতন্তুর মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে; কিন্তু পেশিতন্তুগুলো পরস্পর অনিয়মিতভাবে যুক্ত থেকে জালের মতো গঠন সৃষ্টি করে। সারকোলেমা বেশ সূক্ষ্ম এবং নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে । একে ইন্টারক্যালেটেড ডিস্ক Intercalated disc) বলে)।এ ডিস্ক হৃৎপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একমাত্র হৃৎপিন্ডের প্রাচীরে এ ধরনের পেশি টিস্যু পাওয়া যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মানবদেহে কঙ্কালপেশি চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না।
পশ্চাৎপদের দু'টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। এসকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে।
শিক্ষক ক্লাসে তিন ধরনের পেশি কলার বৈশিষ্ট্য ও গুরুত্ব পড়ালেন। তিনি বললেন বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি হৃদপিণ্ডের প্রাচীর গঠন করে।
