সহজাত আচরন(ইনসটিংক্টস)

উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -

  1. স্কেলেরোপ্রোটিনে গঠিত

  2. স্টিলের চেয়ে ৫গুন শক্ত

  3. স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি 

নিচের কোনটি সঠিক? 

পারভীন খানম ম্যাম

মাকড়শার বৃত্তাকার জালক হচ্ছে অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণগত প্যাটার্ণের ফলশ্রুতি। মাকড়শার অস্তিত্ব

রক্ষায় এ জাল মূল ভূমিকা পালন করে । জালটি উড়ন্ত শিকার ধরার ফাঁদ হিসেবে কাজ করে, জালের সুতার উপর দিয়ে

দ্রুত গতিতে মাকড়শা নিজে দৌড়াতে পারে ।

মাকড়শা বৃত্তের জাল বোনে রেশমি সুতা দিয়ে । উদরীয় বিশেষ সিল্ক গ্রন্থি (silk glands) থেকে ক্ষরিত পদার্থকে

শতশত অণুনালিকাযুক্ত তিনজোড়া বুননকারী (spinnerets)-র মাধ্যমে সুতা নির্মাণ করা হয় । সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত

স্ক্লেরোপ্রোটিন (scleroprotein) থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয় । একই ব্যাসের

ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়শার সুতা বেশি শক্তিশালী । টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে এ সুতা এক-পঞ্চামাংশ। স্টিলের চেয়ে নয়***

পর্যন্ত লম্বা হতে পারে ।

সহজাত আচরন(ইনসটিংক্টস) টপিকের ওপরে পরীক্ষা দাও