টিস্যুকালচার প্রযুক্তি
উদ্দীপকটি পড়ে উত্তর দাও :
কলা গাছে আজকাল টিস্যুকালচার প্রযুক্তির মাধ্যমে এক সাথে অধিক সংখ্যক চারা উৎপাদন করা হচ্ছে এবং এক বিশেষ প্রকার কোষ বিভাজনের জন্যই এরূপ চারা তৈরি সম্ভব হচ্ছে।
উদ্দীপকে উল্লিখিত বিভাজন ঘটে—
i. পরাগধানীর গঠনে
ii. রক্তকোষ উৎপাদনে
iii. ইস্টের সংখ্যাবৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে বলা হয়েছে, টিস্যুকালচার প্রযুক্তির মাধ্যমে একসাথে অধিক সংখ্যক চারা উৎপাদন সম্ভব হচ্ছে এক বিশেষ প্রকার কোষ বিভাজনের জন্য। এই বিভাজন হলো মাইটোসিস (mitosis), যেটি টিস্যুকালচারে ব্যবহৃত হয় এবং এর ফলে একই জিনগত বৈশিষ্ট্যের বহু কোষ উৎপন্ন হয়।
পরাগধানীর গঠন — এটি ঘটে মিয়োসিস (meiosis) এর মাধ্যমে, কারণ এতে হ্যাপলয়েড (n) কোষ উৎপন্ন হয়। সুতরাং, এটি টিস্যুকালচারের মাইটোসিস নয়।
রক্তকোষ উৎপাদন — এটি ঘটে মাইটোসিস এর মাধ্যমে। রক্তকোষ (বিশেষত শ্বেত রক্তকোষ) বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে।
ইস্টের সংখ্যাবৃদ্ধি — ইস্ট সাধারণত বাড্ডিং বা মাইটোসিস এর মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, তাই এটিও প্রযোজ্য।
সঠিক উত্তর: গ. ii ও iii
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ড. সুকুমার একটি বিশেষ প্রযুক্তিতে অর্কিডের কক্ষমুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করেন এবং ড. রুমি অপর একটি প্রযুক্তির সাহায্যে Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে জিন বেগুনের DNA তে সংযুক্ত করে Bt বেগুন তৈরি করেন।
বিজ্ঞানীরা আধুনিক একটি পদ্ধতির মাধ্যমে ল্যাবরেটরিতে অসংখ্য চারাগাছ তৈরি করতে সক্ষম হয়েছেন। আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করতে পেরেছেন।
Biotechnology শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?
