নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য

উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।

বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।

GAHC 23
নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও