এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,কোষীয় কঙ্কাল ও মাইটোকন্ড্রিয়া

উদ্দীপকের অঙ্গানুটির কাজ নিচের কোনটি?

  1. শক্তি উৎপাদন করে

  2. লাইসোজোম তৈরি করে 

  3. কো-এনজাইম ধারণ করে

নিচের কোনটি সঠিক? 

আলীম স্যার

মাইটোকন্ড্রিয়ার কাজ (Function of Mitochondria)

১. মাইটোকন্ড্রিয়া শ্বসন ক্রিয়ার প্রয়োজনীয় সকল প্রকার এনজাইম ও কো-এনজাইম সরবরাহ করে থাকে।

২. এতে কোষের প্রয়োজনীয় শক্তির উৎস ATP তৈরি হয়। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর (Power

house) বলা হয়।

৩. এরা কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব বজায় রাখে।

৪. মাইটোকন্ড্রিয়া জনন কোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু গঠনে ভূমিকা রাখে।

৫. এরা নিজস্ব DNA ও RNA তৈরি করে।

৬. এরা কোষে লৌহ ও স্টেরয়েড পদার্থের জৈব সংশ্লেষ ঘটায়

৭. মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে অংশ নেয়।

৮. অনেক সময় রক্ত কণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে।

৯. অনেক সময় রক্ত কণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে। গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সবকয়টি বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাক

১০. মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয়ও কো-এনজাইম ধারণ করে।

১১. মাইটোকন্ড্রিয়াতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন যেমন:Ca2+, Mn2+ ইত্যাদি সঞ্চিত থাকে।

১২. কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (apoptosis) নিয়ন্ত্রণ করে।

১৩. কোষের যাবতীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে।

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,কোষীয় কঙ্কাল ও মাইটোকন্ড্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও