রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন

উদ্দীপকের গঠনটিতে বিদ্যমান গ্যাস হলো-

i.O2O_2

ii.N2N_2

iii. H2H_2

নিচের কোনটি সঠিক?

RB 22,JB 15,SB 16

উদ্দীপকের গঠনটি হলো রুই মাছের বায়ুথলি। রুই মাছসহ অধিকাংশ অস্থিময় মাছের দেহগহ্বরে বিদ্যমান পাতলা প্রাচীর বিশিষ্ট, বায়ুপূর্ণ, চকচকে সাদা বর্ণের থলির মতো একটি গঠনকে বায়ুথলি বলে। এটি মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিকনালির উপরে অবস্থান করে। এতে বিদ্যমান গ্যাসের অধিকাংশই O2 \mathrm{O}_{2} , তবে এতে সামান্য পরিমাণে N2এবংCO2 \mathrm{N}_{2} এবং \mathrm{CO}_{2} থাকে।

রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন টপিকের ওপরে পরীক্ষা দাও