মাইটোসিস ও এর ধাপ
উদ্দীপকের চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপ নির্দেশ করে?
উদ্দীপকের চিত্রটি মেটাফেজ ধাপকে নির্দেশ করছে।
মেটাফেজ (Metaphase) বা মধ্যপর্যায় (গ্রিক শব্দ meta = মধ্য + phase = পর্যায় বা দশা) : এ পর্যায়ের প্রথমেই সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের দু'মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়।
টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলোর জলযোজনের পর-
ভাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে
এদেরকে মোটা ও খাটো দেখায়
এরা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে
কোনটি সঠিক?
ক্রোমোজমাল নৃত্য পরিলক্ষিত কোষ বিভাজনের কোন পর্যায়ে?
সাইটোকাইনিসের বৈশিষ্ট্য হলো—
নিচের কোনটি সঠিক?
কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডলযন্ত্র অদৃশ্য হয়ে যায় ?