Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য

উদ্দীপকের চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য-
পুষ্পবিন্যাস স্পাইকলেট
পরাগধানী বৃক্কাকার
পাতা লিগিউলবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
উপরের চিত্রটিতে ধানের একটি স্পাইকলেটের গর্ভমুন্ড ও গর্ভাশয় প্রদর্শিত হয়েছে। ধান মূলত Poaceae গোত্রের অন্তর্ভুক্ত।
Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য
১। কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা।
২। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউলবিশিষ্ট ।
৩। পুষ্পবিন্যাস (মঞ্জরী) স্পাইকলেট (spikelet)।
৪। পরাগধানী সর্বমুখ (versatile)।
৫। গর্ভমুণ্ড পালকের ন্যায়।
৬। গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।
৭। আমরাবিন্যাস মূলীয় (basal)
৮। ফল ক্যারিঅপসিস (caryopsis)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
Poaceae গোত্রের বৈশিষ্ট্য হলো-
i. মিউসিলেজযুক্ত কাণ্ড
ii. পরাগধানী সর্বমুখ
iii. ফল ক্যারিওপসিস
নিচের কোনটি সঠিক?
একবীজপত্রী উদ্ভিদ-
Oryza sativa
Gossypium herbaceum
Cynodon dactylon
নিচের কোনটি সঠিক?
সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়?
সোনালী এমন একটি ফুল পেল যে ফুলে পরাগধানী সর্বমুখী এবং গর্ভমুন্ড পক্ষল।
উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানিক সর্বাধিক মিল আছে নিচের কোন উদ্ভিদের?