খাদ্যদ্রব্য পরিপাকে ও শোষনে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের ভূমিকা এবং স্থূলতা ও পৌষ্টিকতন্ত্রের রোগ

উদ্দীপকের চিত্রটি–

→ ক্ষুদ্রান্ত্রের প্রস্থচ্ছেদ
শনাক্তকারী বৈশিষ্ট্য
১. সেরোসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা ও মিউকোসা স্তর বিদ্যমান ।
২. পেশিস্তর বহিঃস্থ অনুদৈর্ঘ্য ও অন্তঃস্থ বৃত্তাকার পেশিতে গঠিত ।
৩. সাবমিউকোসা অ্যারিওলার যোজক টিস্যুতে নির্মিত এবং রক্তনালি ও স্নায়ু সমৃদ্ধ ।
৪. মিউকোসা থেকে ভিলাই (villi; একবচনে- villus) নামের আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ বের হয় । মিউকোসাতে গবলেট ও শোষণক্ষম কোষ রয়েছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই