ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি

উদ্দীপকের চিহ্নিত অংশটি-
i.রক্ত সংবহনে ভূমিকা রাখে
ii. অস্টিয়ার সংকোচন প্রসারনে সাহায্য করে
iii. পেরিভিসেরাল সাইনাসে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
চিহ্নিত অংশটি অ্যালারি পেশি।টারগামের অঙ্কীয় তলের দু’পাশ থেকে অ্যালারি পেশি (alary muscle) নামক ত্রিকোনাকার পাখার মতো বিশেষ ধরনের পেশি উৎপন্ন হয়ে পেরিকার্ডিয়াল সাইনাসের প্রাচীরে যুক্ত হয় এবং হৃদযন্ত্রের পার্শ্বীয়-অঙ্কীয় দেশেও যুক্ত থাকে। ঘাসফড়িংয়ে ৬ জোড়া অ্যালারি পেশি থাকে। এদের সংকোচন-প্রসারণ রক্ত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

অংঙ্গটি-
i. পরিপাকনালিতে উন্মুক্ত
ii. বর্জ্য পদার্থ নিষ্কাশন করে
iii. হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক?
পাঠ্য বইতে প্রাণীজগতের সবচেয়ে বড় পর্বের একটি প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র।
মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত?
সবুজ ঘাসের মাঝে, ঝোপঝাড়ের পাশে লাফিয়ে চলে একপ্রকার পতঙ্গ।