যৌন জনন ও নিষেক
উদ্দীপকের 'X' চিহ্নিতকোষ কয় নিউক্লিয়াসবিশিষ্ট?
X চিহ্নিত অংশটি পরাগরেণু।
পরাগরেণু দুই নিউক্লিয়াস বিশিষ্ট তা হলো জনন নিউক্লিয়াস,নালিকা নিউক্লিয়াস এবং দ্বি-নিউক্লিয়াস অবস্থায় বের হয়ে পরাগায়ন ঘটায়।পরাগরেণু সাধারণত গোলাকার, ডিম্বাকার ও ত্রিভুজাকার এবং এদের ব্যাস ১০ থেকে ২০০μm পর্যন্ত হয়ে থাকে।এর ভিতরের ত্বকটি বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। এর নাম অন্তঃত্বক বা ইনটাইন(intine)।তবে বহিত্বক বা বাইরের ত্বকটি কে এক্সাইন(axine) বলে।