প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (বয়ঃসন্ধিকাল,রজঃচক্র,গ্যামেট সৃষ্টি)

উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন-
FSH ও LH
ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন
নিচের কোনটি সঠিক?
খ. বর্ধনশীল পর্যায় (The proliferative phase) : রজঃস্রাবীয় পর্যায়ের শেষে জরায়ু মিউকোসার কেবল ল্যামিনা প্রোপ্রিয়া (lamina propria) এবং গ্রন্থিসমূহের মূল অংশ অবশিষ্ট থাকে । যখন ডিম্বাশয়ে ফলিকল বৃদ্ধি ও পপিক্কতা চলতে থাকে, তখন জরায়ু প্রাচীর বর্ধনশীল পর্যায় অতিক্রম করে । গ্রাফিয়ান ফলিকলে ডিম্বাণু বৃদ্ধির পাশাপাশি ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় । ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের দ্রুত পুনর্গঠন শুরু হয় । ফলে এর পুরুত্ব বৃদ্ধি পেয়ে জরায়ুর অন্তঃপ্রাচীর নিষিক্ত ডিম্বাণু ধারণের উপযোগী হয় । দ্বাদশ থেকে ত্রয়োদশ দিনে রক্তে ইস্ট্রোজেন এর মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌছায় । ইস্ট্রোজেন এর প্রভাবে পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন (Luteinizing hormone-LH) নিঃসৃত হয় । লুটিনাইজিং হরমোনের প্রভাবে চতুর্দশ দিনে গ্রাফিয়ান ফলিকল (graafian follicle) থেকে ডিম্বাণু মুক্ত হয়ে ডিম্বনালির মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয় । গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুর নিঃসরণ বা নিষ্ক্রমণকে ডিম্বপাত বা ওভ্যুলেশন (ovulation) বলে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই