এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ

উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।

মূলের বহিরাবরণকে কী বলে?

SCC 23

ত্বকীয় টিস্যুর কাজ হলো ত্বকীয় মূলরোম দ্বারা উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করা। ত্বকীয় টিস্যু উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে ও অন্যান্য প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে। তাই একে উদ্ভিদের প্রধান প্রতিরক্ষা কাঠামো বলে। মূলের বহিরাবরণকে এপিরেমা বলে।

এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও