এই পৃথিবীতে এক স্থান আছে

‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুট কে?

All.B 18

সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে- সেখানে বরুণ

কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;

সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,

সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ;

সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর;

সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;

এই পৃথিবীতে এক স্থান আছে টপিকের ওপরে পরীক্ষা দাও