ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ
এককোষী, আণুবীক্ষণিক ও আদিকোষী এক প্রকার অণুজীব নিয়ে জনাব কবির আলোচনা করছিলেন। এ ধরনের অণুজীবের একটি সদস্য ধানের পাতায় রোগ সৃষ্টি করে।
ক্যাপসোমিয়ার কী?
T. ভাইরাসকে কেন ফায বলে?
উদ্দীপকে উল্লিখিত রোগটি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?
উদ্দীপকে উল্লিখিত অণুজীবটির শিল্পকারখানায় গুরুত্ব আলোচনা করো।
ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
কোনটি ব্যাকটেরিয়াঘটিত রোগ?
নিশাত বিশুদ্ধ পানি পান করে না। একদিন তার প্রচণ্ড পাতলা পায়খানা এবং বমি শুরু হয়। তার শরীরে ডিহাইড্রেশনও দেখা দেয়।
কোনটি ডালজাতীয় উদ্ভিদের মূলে নডিউল তৈরি করে?