শৈবালের বৈশিষ্ট্য, জনন , গঠন প্রকারভেদ ও গুরুত্ব
এককোষী নিশ্চল শৈবাল কোনটি ?
সচল কলোনিয়্যাল, যেমন- Volvox, Pandorina, Eudorina । এরা সিনোবিয়াম। বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট
সংখ্যাক কোষের কলোনি হলো সিনোবিয়াম। কোষগুলো পরস্পরের সাথে সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে ।
নিশ্চল এককোষী, যেমন- Chlorococcum, Chlorella। এদের ফ্ল্যাজেলা নেই।
নিচের কোনটির জন্য সূর্যালোক অপরিহার্য?
মিলি পানিতে ভেসে যাওয়া কিছু সবুজ পিচ্ছিল বস্তু তুলে এনে বাটিতে পানির মধ্যে নিয়ে খাটের নিচে রাখলো। কিছুদিন পর দেখলো সেগুলো সাদাটে হয়ে গেছে।
উদ্দীপকের বস্তুটি সাদাটে হওয়ার কারণ?
শৈবালের সংঘটিত দ্বিবিভাজন-
নিচের কোনটি সঠিক?
Chlamydomonas এর ক্লোরোপ্লাস্ট কী ধরনের?