কৌনিক ভরবেগ এবং গতিশক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা
একজন বালক নিচের চিত্রের ন্যায় আসনের উপর ঘুরছে।
যখন সে হাত ভাঁজ করে তখন তার কৌণিক বেগ বৃদ্ধি পায়। কারণ-
কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে
চক্রগতির ব্যাসার্ধ পরিবর্তন হয়
ঘূর্ণন জড়তা পরিবর্তিত হয়
তাই হাত ভাজ করলে বেগ বৃদ্ধি পায়
ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি -
সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য-
সমকৌণিক বেগ বিদ্যমান
কৌণিক ত্বরণ শূন্য
কেন্দ্রমুখী ত্বরণ থাকে না
নিচের কোনটি সঠিক?
2 gm, 6gm ও 4gm ভরের তিনটি বস্তু কণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও Lc । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5cm, 4cm ও 3cm ।
কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?