১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল
একজন শিক্ষার্থী ল্যাবরেটরীতে কাজ করার সময় গাঢ় তার হাতে পড়ে গেল। ল্যাবশিক্ষক তার হাতে মাত্রার দ্রবণ দিয়ে কয়েকবার ধুয়ে দিলেন এবং পরবর্তীতে ডাক্তারের কাছে পাঠালেন।
এসিডের পরিবর্তে যদি ক্ষার দ্রবণ তার হাতে পড়ত, তবে ল্যাবশিক্ষক কোনটি ব্যবহার করতেন?
ল্যাবরেটরিতে কাচ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে-
তীব্র জারক ও বিজারক পদার্থকে এক সাথে রাখা যাবে না
রিএজেন্ট বোতলগুলোকে MSDS পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত
রাসায়নিক দ্রব্যকে প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়
নিচের কোনটি সঠিক?
ব্যুরেট পরিষ্কার করতে কোন পরিষ্কারকটি ব্যবহৃত হয়?