বাংলা

একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় । দোকানটি IFRS অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে । কখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে?

IFRS বকেয়া ভিত্তিকে সমর্থন করে। বকেয়া ভিত্তিতে আয় তখনই অর্জিত হয় যখন সেবা প্রদান বা সেবা বিক্রয় করা হয়। উপরোক্ত প্রশ্নের ক্ষেত্রে কাপড় বিক্রয় করা হয়েছে নভেম্বরের ৩০ তারিখে। তাই ৩০ তারিখেই আয় অর্জিত হয়েছে বলে ধরে নিতে হবে।

বাংলা টপিকের ওপরে পরীক্ষা দাও