প্রাস সংক্রান্ত
একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর x দূরত্বে কোন বিন্দু হতে 45° কোণে একটি বস্তু নিক্ষেপ করা হল। তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং দেওয়ালের অপর পার্শ্বে y দূরত্বে গিয়ে মাটিতে পড়ল। দেখাও যে,
দেওয়ালটির উচ্চতা xy/x+y
দুইটি কণা নির্দিষ্ট বিন্দু হতে একই সময়ে একই বেগে a ও ẞ উন্নতি কোণে একই খাড়া তলে প্রক্ষিপ্ত হল এবং পরে তারা মিলিত হল। দেখাও যে, = ধ্রুবক।
কোন অনুভূমিক তলের উপরস্থ কোন নির্দিষ্ট স্থান হতে একটি বন্দুক u বেঙ্গে চতুর্দিকে গোলা নিক্ষেপ করতে পারে। প্রমাণ কর যে, গোলাগুলি তলের উপর কোন একটি বৃত্তের মধ্যে পতিত হবে এবং ঐ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।