২.১১ পা তন, আংশিক পাতন, বাষ্প ও ঊর্ধ্ব পাতন
একটি তরল জৈব যৌগ 78.3°C তাপমাত্রায় ফুটে। এর সাথে অল্প ইথানল যোগ করলে ও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক 78.3°C হয়। মূল তরলটি কী ছিলো?
‘অংশ-কলাম’ (fractionating column) ব্যবহার করে এ মিশ্রণকে পাতিত করলে 78.1°C তাপমাত্রায় 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ পাতিত তরলরূপে পাওয়া যায়। এ মিশ্রণকে রেকটিফাইড-স্পিরিট বলে ।
সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ হলো 95.6% ইথানল ও 4.4% পানির মিশ্রণ; এ মিশ্রণের স্ফুটনাঙ্ক হলো 78.15°C। কিন্তু বিশুদ্ধ ইথানল ও পানির স্ফুটনাঙ্ক হলো যথাক্রমে 78.3°C এবং 100°C।
শিখা পরীক্ষায় আয়ন কোন বর্ণ দেখায়?
Na2SO4.10H2O এর দ্রাব্যতা 33°C পর্যন্ত বাড়ার পর কমে যায় কারণ-
নিচের কোনটি সঠিক?
অবিশুদ্ধ বেনজয়িক এসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?
(I2 + NaCl) এর মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কোনটি?