২য় পত্র
একটি বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীকে 20 Wb m-2 মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 rad s-1 সমকৌণিক বেগে ঘুরতে দেয়া হলো । কুণ্ডলীর পাক সংখ্যা ও ক্ষেত্রফল যথাক্রমে 100 এবং 1.0 m2।
স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে?
গ্যালিলিও রূপান্তর লরেঞ্জ রূপান্তরের একটি বিশেষ অবস্থা- ব্যাখ্যা কর।
যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বিভাবে থাকে তখন কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের মান কত?
কুণ্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান এবং কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের সর্বোচ্চ মান একই সময়ে হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ বক্তব্য কর।
শিক্ষার্থী রিদা 0°C তাপমাত্রার 12gm ভরের একটি বরফ খণ্ডকে 20°C তাপমাত্রার 200 gm ভরের পানির সাথে মিলিয়ে 14.34°C এর মিশ্রণ তৈরী করল। সে মন্তব্য করল সমগ্র ব্যবস্থাটি পরিবেশ বান্ধব নয়।
ABCABCABC প্রিজমের প্রধান ছেদ। A=60°,A=60°,A=60°, এবং প্রতিসরণাঙ্ক 1.51.51.5
চিত্র-১ ও চিত্র-২ এ PQ ও RS দুটি সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী তার।