উলম্ব গতি সংক্রান্ত ও পড়ন্ত বস্তু
একটি বেলুন সমত্বরণে উড়ছে। 15s পর বেলুনটি থেকে একটি পাথর ফেলে দেয়া হল।
ভূমিতে পতিত হতে পাথরটির কত সময় লাগবে?
15s এ বেলুনের বেগ g/5×15=29.4 m/s
পাথরের উধ্বমুখী বেগ= u
15s এ বেলুনের h=
প্রশ্নমতে, h=-ut+ gt² = 220.5
29.4×t +×9.8×t²=220.5
t=10.35sec
উপরে উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুকণার ক্ষেত্রে—
i. সর্বাধিক উচ্চতা
ii. উত্থানকাল
iii. মোট বিচরণকাল
নিচের কোনটি সঠিক?
দৃশ্যকল্প-১: একটি ক্রিকেট বল u বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 সে. পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে একই দিকে নিক্ষেপ করা হলো।
দৃশ্যকল্প-২: একটি বস্তুকণা u বেগে আনুভূমিক এর সাথে কোণে নিক্ষেপ করা হলো।
চিত্রে, AB টাওয়ারের B বিন্দু থেকে অবাধে পতিত পাথর এবং A বিন্দু থেকে খাড়া উপরের দিকে বেগে নিক্ষিপ্ত পাথর দূইটি 3 সে. পরে C বিন্দুতে মিলিত হয়।
উদ্দীপক-১: একটি টাওয়ারের শীর্ষ হতে অবাধে পড়ন্ত একটি পাথর, তার গতির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে।
উদ্দীপক-২: দুইটি রেলগাড়ি একই রেল লাইনে যথাক্রমে u ও v সমবেগে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব d তখন একে অপরকে দেখতে পায়। ট্রেন দুইটির সর্বোচ্চ মন্দন a ও b প্রয়োগ করে কোনো রকমে সংঘর্ষ এড়ানো সম্ভব।