৫.২ বাংলাদেশ এর কয়লা ক্ষেত্র

একটি ভালো মানের কয়লা সেটি যার -

  1. কার্বনের পরিমাণ বেশি এবং আর্দ্রতা, H2 ও O2 কম থাকে 

  2. কার্বনের পাশাপাশি H2Oও বেশি পরিমাণে থাকে 

  3. শিলাস্তরে উৎপত্তি স্থলের গভীরতা যত বেশি 

নিচের কোনটি সঠিক? 

কবীর স্যার

কয়লার মান বিশ্লেষণ : (১) কয়লার মূল জ্বালানি উপাদান হলো কার্বন। কয়লাতে শতকরা হারে যতবেশি ফিক্সড কার্বন থাকে, সে কয়লা জ্বালানি হিসেবে ততো বেশি উন্নত মান যুক্ত হয়। (২) অপরদিকে সালফার দহনকালে বায়ুদূষক SO2_2 গ্যাস উৎপন্ন করে; তাই সালফারের পরিমাণ কয়লাতে কম হলে ভালো। উদ্বায়ী বস্তু কম হলে কয়লার মান উন্নত ধরা হয়। (৩) কয়লার মধ্যে অজৈব ধাতব যৌগ ও বালি থাকে; এসব বস্তু কয়লার দহনের পর ছাই সৃষ্টি করে। ছাইয়ের পরিমাণ কম হলে কয়লার মান উন্নত হয়। (৪) কয়লার ব্যবহারের মূল উদ্দেশ্য হলো তাপশক্তি উৎপাদন। যে কয়লার দহনে যত বেশি তাপ উৎপন্ন হয়, সে কয়লা ততো ভালো।

৫.২ বাংলাদেশ এর কয়লা ক্ষেত্র টপিকের ওপরে পরীক্ষা দাও