শান্ট,মিটার ব্রিজ ও হুইটস্টোন ব্রিজ
একটি মিটার ব্রিজের ডান ও বাম ফাঁকে যথাক্রমে 6 Ω ও 4 Ω রোধ আছে।সাম্য বিন্দুর অবস্থান কোথায়?
400 - 4x = 6x
10x = 400
Ans, x = 40
M, N এবং S তিনটি রোধ যাদের মান যথাক্রমে 18 Ω, 36 Ω এবং 40 Ω। T রোধটি পরিবর্তনশীল। প্রাথমিক অবস্থায় চাবি K টি খোলা রেখে বাতিটিতে 2 sec সময়ে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা হয়।
একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 5Ω এবং ডান ফাঁকে একটা অজানা রোধ যুক্ত আছে। এই অবস্থায় প্রতিমিত বিন্দু তারটিকে 3:2 অনুপাতে ভাগ করে। তাহলে অজানা রোধটি কত?