স্থিতিস্থাপকতা
একটি রড শতকরা 2 ভাগ বিকৃতিতে ভেঙ্গে যায়। 104 N বল সহ্য করতে হলে রডের ন্যূনতম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হতে হবে? (Y = 7 x 109 Nm-2)
উত্তর:ক
2 mm² প্রস্থচ্ছেদের একটি তারে 15 kg ভর ঝুলানো আছে। ভর ঝুলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 m তারটির উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক 1.3 × 10Nm¯²। ভর সরিয়ে নিলে তারটি সংকোচিত হয়।
স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ (l) বনাম ভর (M) এর সঠিক লেখচিত্র কোনটি?
P ও Q দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 4mm ও 8mm। তার দুটিকে সমান বলে টানার ফলে P তারের দৈর্ঘ্য বৃদ্ধি Q তারের দৈর্ঘ্য বৃদ্ধির তিনগুণ হয়। Q তারের পয়সনের অনুপাত 0.45।
দুটি স্টিলের তার A ও B এর দৈর্ঘ্য যথাক্রমে 3m ও 3.05m। তাদের ব্যাস যথাক্রমে 2mm ও 5mm। একই ভর ঝুলানোর কারণে A এর দৈর্ঘ্য বৃদ্ধি B এর তুলনায় দ্বিগুণ। তারের পয়সনের অনুপাত 0.4।