সরলরৈখিক পদ্ধতি
একটি সরঞ্জাম তিন বৎসর আগে ৫০,০০০ টাকায় কেনা হয় । সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচিতি ধার্য করা হয় । তৃতীয় বৎসর শেষে সরঞ্জামটি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয় । এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়েছে?
সরলরৈখিক অবচয়=অবচয়যোগ্য মূল্য×অবচয় হার
সুতরাং,বার্ষিক অবচয়= ৫০০০০×১৫%= ৭৫০০ টাকা
৩ বছরের পুঞ্জিভূত অবচয়=৭৫০০×৩=২২৫০০
সুতরাং, বইমূল্য=সম্পত্তির ক্রয়মুলূল্য-পুঞ্জিভূত অবচয়
= ৫০০০০-২২৫০০=২৭৫০০
এখন, ২৭৫০০ টাকার সম্পদ ৩ বছর শেষে ২৫০০০ টাকায় বিক্রয় করা হলে,
ক্ষতি হবে= (২৭৫০০-২৫০০০)= ২৫০০ টাকা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি মেশিনের আদি ক্রয়মূল্য 40000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 . বছর ও ভগ্নাবশেষ মূল্য 15000 টাকা । মেশিনটির প্রারম্ভিক আনুষঙ্গিক খরচ 5000 টাকা হলে মেশিনটির বাৎসরিক গড় অবচয় কত টাকা?
একটি মেশিন ৪০০.০০ টাকায় ক্রয় করা হয়েছে। ব্যবহারযোগ্য সময়ের শেষে মেশিনটির অবশিষ্ট মূল্য ক্রয়মূল্যের ১০% নির্ধারণ করা হয়েছে। সরলরৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় ৭.৫০ টাকা লিপিবন্ধ করা হয়েছে। বার্ষিক অবচয় হার কত?
দেশ অটো লিমিটেড ২০১৫ সালে ৫,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৫ বছর ধরা হয়। ২০১৫ সালে এই সম্পত্তির অবচয় ধরা হয় ৬৭,৫০০ টাকা । উক্ত সম্পত্তিটি কত তারিখে ক্রয় করা হয়েছিল?
কয়েক বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে কম্পিউটারে পুঞ্জিভূত অবচয়ের পরিমান ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল-