গ্যাসের গতিশক্তি

একটি সিলিন্ডারে 27°C তাপমাত্রায়  হিলিয়াম গ্যাস আছে। গ্যাসের দুটি অণুর বেগ যথাক্রমে  9 ms-1 ও 10 ms-1  

হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত?

RCC 23

EˉK=32KT=32×8.3146.02×1023×300=6.21×1021 J \begin{aligned} \bar{E}_{K} & =\frac{3}{2} K T \\ & =\frac{3}{2} \times \frac{8.314}{6.02 \times 10^{23}} \times 300 \\ & =6.21 \times 10^{-21} \mathrm{~J}\end{aligned}

গ্যাসের গতিশক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

একটি বন্ধ সিলিন্ডারে 10 gm অক্সিজেন গ্যাস আছে। 30°C তাপমাত্রায় কী পরিমাণ গতিশক্তি লাভ করবে?

1.9 cm3 1.9 \mathrm{~cm}^{3} আয়তনবিশিষ্ট দুটি অভিন্ন পাত্রে 0.47MPa0.49MPa 0.47 \mathrm{MPa} ও 0.49 \mathrm{MPa} চাপে 2 g 2 \mathrm{~g} ও, 3 g 3 \mathrm{~g} ভরের দুটি ভিন্ন গ্যাস রক্ষিত আছে। পাত্রদ্বয় হতে 0.5 g 0.5 \mathrm{~g} পরিমাণ গ্যাসের ব্যবহার করায় গ্যাসের চাপ কমে যথাক্রমে 0.38MPa 0.38 \mathrm{MPa} 0.40MPa 0.40 \mathrm{MPa} হলো। গ্যাসদ্বয়ের অণুর ভর যথাক্রমে 6.68×1024gm 6.68 \times 10^{-24} \mathrm{gm} এবং 53.1×1024gm 53.1 \times 10^{-24} \mathrm{gm}

2 cm3 2 \mathrm{~cm}^{3} আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B । A পাত্রে O2 \mathrm{O}_{2} ও B পাত্রে N2 \mathrm{N}_{2} নিয়ে নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল :

P=3×105 N m2P=3.66×105 N m2 P=3 \times 10^{5} \mathrm{~N} \mathrm{~m}^{-2} \quad \mathrm{P}=3.66 \times 10^{5} \mathrm{~N} \mathrm{~m}^{-2}

একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 m3 1.5 \mathrm{~m}^{3} । সিলিন্ডারটিতে 27C 27^{\circ} \mathrm{C} তাপমাত্রায় কোনো গ্যাসের 30×1025 30 \times 10^{25} টি অণু আবদ্ধ আছে।

গ্যাসের অণুর ব্যাস 25×1010 m 25 \times 10^{-10} \mathrm{~m} । পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমআয়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হল।