তড়িত - ক্ষেত্র,প্রাবাল্য
একটি সুষম তড়িৎক্ষেত্রে 50 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 V । প্রাবল্য কত?
আমরা জানি,
এখানে,
দূরত্ব, r=50cm= 0.5m এবং বিভব পার্থক্য, V=200V
উপরের চিত্রে A ও B উভয় বিন্দুতেই 100 C চার্জ দেওয়া আছে।
একটি বর্গের A, B, C তিনটি বিন্দুতে যথাক্রমে +2C, -3C ও +4C মানের 3টি চার্জ অবস্থিত। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 m।
নিচের কোন লেখচিত্রটি তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের মধ্যে সম্পর্ক নির্দেশ করে ?
সমান ব্যাসার্ধের দুটি গোলক X ও Y শূন্যস্থানে পরস্পর থেকে 30 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +6 × 10-12 C এবং B গোলকে চার্জ +24 × 10-12 C আছে।