নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
একটি স্নায়ুকোষের গঠন, চিত্রসহ বর্ণনা করো।
উত্তর : নিউরন (Neurone): কোষদেহ ও সব ধরনের প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে । গঠন (Structure): নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত । যথা- ০১.কোষদেহ বা সোমা বা সেল বডি (Cell body): এটি একক পর্দ বেষ্টিত প্রোটোপ্লাজমযুক্ত গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার অংশবিশেষ । এর মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম (নিউরোপ্লাজম), নিসল দানা (nissl's granule), নিউরোফাইব্রিল, বারবস্তু (barr bodies) ও বিভিন্ন ধরনের কোষঅঙ্গাণু থাকে । উল্লেখ্য, নিউরনের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় হওয়ায় নিউরন বিভাজিত হয় না। নিউরনের কোষদেহকে নিউরোসাইটন (neurocyton) বলে । নিসল দানা প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে । ০২.প্রবর্ধক বা প্রসেস (Process): নিউরনে দু'রকমের প্রবর্ধক থাকে । যথা- (ক) অ্যাক্সন ও (খ) ডেনড্রন । এদের একত্রে নিউরাইটস (neurites) বলে । (ক) অ্যাক্সন (Axon): এটি নিউরনের দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধক। এটি সাধারণত শাখাহীন বা স্বল্প শাখাযুক্ত হয়। অ্যাক্সনের শাখাকে অক্ষশাখা (collateral) বলে । অ্যাক্সনের কোষদেহ সংলগ্ন অংশটি নিউরিলেমা আবরণবিহীন হয় । এই অংশকে অ্যাক্সন হিলক (axon hillick) বলে। অ্যাক্সনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম (axoplasm) বলে । অ্যাক্সনে নিসল দানা থাকে না । অ্যাক্সনটি নিউরিলেমা (neurilemma) নামক আবরণে আবৃত থাকে। এছাড়াও নিউরনে অ্যাক্সোলেমা (axolemma) ও মায়েলিন সিথ (myelin sheath) বা মেডুলারি আরবণ (medullary sheath) থাকে । নিউরিলেমার নিচে সোয়ান কোষ (schwann cell) থাকে । নিউরিলেমা মাঝে মাঝে সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব (nodes of ranvier) গঠন করেছে, যেখানে মেডুলারি আবরণ থাকে না । অ্যাক্সনের শেষপ্রাপ্ত অসংখ্যা সূক্ষ্ম শাখান্বিত হয়ে প্রান্তবুরুশ বা এন্ড ব্রাশ (end brush) বা টেলোডেনড্রিয়া (telodendri, একবচনে telodendrion) গঠন করে । টেলোডেনড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশের নাম সিন্যাপটিক নব (synaptic knob)। অ্যাক্সন লম্বায় ১ মিটারের বেশি হতে পারে । সমস্ত দীর্ঘ স্নায়ুতন্ত্র গুচ্ছকে (bundle) স্নায়ু (nerve) বলে । (খ) ডেনড্রন (Dendron): ডেনড্রন কোষদেহ থেকে উৎপন্ন ক্ষুদ্র শাখা- প্রশাখাযুক্ত সংজ্ঞাবহ বা সংবেদী প্রবর্ধক। ডেনা ড্রনের এক-একটি শাখাকে ডেনড্রাইট (dendrite) বলে। ডেনড্রনে নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল ও নিসল দানা থাকে । ডেনড্রন উাহার শাখা দ্বারা (ডেনড্রাইট) অন্য একটি নিউরনের সাথে যুক্ত থাকে । ডেনড্রাইটের মাধ্যমে স্নায়ু উদ্দীপন কোষদেহ বা সোমার দিকে প্রেরিত হয়। স্নায়ুতন্ত্রে নিউরনের সোমা ঘনিষ্ঠভাবে একত্রিত হয়ে গ্রে ম্যাটার (grey matter) এবং অ্যাক্সন ও ডেনড্রাইট একত্রিত হয়ে হোয়াইট ম্যাটার (white matter) গঠন করে । কোষদেহ: অ্যাক্সন DOF -ডেনড্রাইট -ডেনড্রন নিউক্লিয়াস - নিসল দানা -নিউরোপ্লাজম -নিউরোফাইব্রিল সোয়ান কোষ -র্যানভিয়ারের পর্ব -মায়েলিন সিথ -অ্যাক্সোলেমা -নিউরিলেমা · টেলোডেনড্রিয়ন -সিন্যাপটিক নব চিত্র : নিউরনের গঠন । নিউরনের কাজ: নিউরনের প্রধান কাজ হলো স্নায়ুস্পন্দন পরিবহণ করা। সংজ্ঞাবহ নিউরন স্নায়ু-আবেগকে রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং চেষ্টীয় নিউরন প্রতিক্রিয়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর অঙ্গে বহন করে ।

চিত্র : নিউরনের গঠন ।
নিউরনের কাজ: নিউরনের প্রধান কাজ হলো স্নাযুস্পন্দন পরিবহণ করা সংজ্ঞাবহ নিউরন স্নায়ু-আবেগকে রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়তন্ত্রে এবং চেষ্টীয় নিউরন প্রতিক্রিয়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেষ্টর অঙ্গে বহন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই