অপরিচিতা
একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী- সন্তান এবং আত্মীয়-পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা।
উদ্দীপকের হালিমা ‘অপরিচিতা’ গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?
ট্রেনে ওঠার পর এক উচ্চপদস্থ সাহেবের জন্য অনুপম ও কল্যাণীর সিট ছেড়ে দিতে বলা হয়। কিন্তু কল্যাণী দৃঢ়ভাবে তার প্রতিবাদ করে ও শেষ পর্যন্ত সিট ধরে রাখে।
তাই উদ্দীপকের হালিমা কল্যাণীর প্রতিনিধিত্ব করে
অতুলনীয় মাতৃস্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের প্রাবাল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃষেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।
ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে-
হরিশ সম্পর্কে যে তথ্যটি সত্য-
i. অনুপমের বন্ধু
ii. আসর জমাতে অদ্বিতীয়
iii. কানপুরে চাকরি করে
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিত্ববোধে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কোন চরিত্রটি অগ্রাধিকার পাবে?