ভাস্কুলার বান্ডল
একবীজপত্রী উদ্ভিদকাণ্ডের ভাস্কুলার বান্ডল হলো-
সমপার্শ্বীয়, মুক্ত
সমপার্শ্বীয়,বদ্ধ
সমদ্বিপার্শীয়,বদ্ধ
সমদ্বিপার্শ্বীয়, মুক্ত
• একবীজপত্রী উদ্ভিদকাণ্ডের ভাস্কুলার বান্ডল —> সমপার্শ্বীয়, বদ্ধ।
• দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল —> সমদ্বিপার্শ্বীয়।
কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে ?
নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
জীববিজ্ঞানের স্যার ক্লাসে দু'টি স্থায়ী স্লাইডর নমুনা দেখালেন। প্রথমটিতে অরীয় ভাস্কুলার বান্ডল ও ছয়ের অধিক ভাস্কুলার বান্ডল দেখা গেল। দ্বিতীয়টিতে সমপাদ্বিশ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা গেল।