ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ

একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড সম্পর্কযক্ত হয় কোন রিলেশনশীপে?

কোন টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য কোন টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাহলে সেই রিলেশনকে বলা Many to Many রিলেশন হয়। দু'টি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে Many to Many রিলেশন প্রতিষ্ঠা করা যায়। এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য তৃতীয় আরেকটি টেবিলের প্রয়োজন হয় যাকে জাংশন (Junction) টেবিল বলা হয়।

ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও