সংখ্যাবাচক শব্দ

একুশে কোন ধরনের শব্দ?

বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়, তাকে তারিখবাচক শব্দ বলে। যেমন- পহেলা বৈশাখ,বাইশে শ্রাবণ ইত্যাদি।বাংলা তারিখবাচক শব্দের প্রথম চারটি হিন্দি নিয়মে গঠিত হয়েছে। সেগুলো হলো পয়লা, দোসরা, তেসরা, চৌঠা।বাকিগুলো অবশ্য বাংলার নিজস্ব নিয়মেই গঠিত হয়েছে।

সংখ্যাবাচক শব্দ টপিকের ওপরে পরীক্ষা দাও