সোনার তরী
"এপারেতে ছোটো খেত, আমি একেলা।"
এই চরণটিতে 'আমি' বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে?
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবনকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
উদ্দীপকে 'সোনার তরী' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
মাঝির তরীতে কৃষক স্থান পেল না কেন?
সোনার ফসলের সঙ্গে নিচের কার সম্পর্ক রয়েছে?
‘সোনার তরী' কবিতায় যে দৃশ্যপট চিত্রিত হয়েছে তা হলো-
i. কৃষক একা কূলে বসে আছে
ii. মাঝি তীরে নৌকা ভিড়াচ্ছে
iii. সোনার ফসল নিয়ে মাঝি চলে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?